নদীতে স্নানে নেমে তলিয়ে গেল নাবালিকা

এনএফবি, মালদাঃ

নদীতে স্নান করতে নেমে নিখোঁজ নাবালিকা। ঘটনাটি ঘটেছে গতকাল বিকাল ৫ টা নাগাদ মালদা জেলার ভুতনি থানার কেশবপুর কলোনি এলাকায় গঙ্গা নদীতে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই মেয়ের নাম কৃষ্ণা মণ্ডল বাড়ি বিহার রাজ্যের আমদাবাদ এলাকায়। কেশবপুর কলোনী এলাকার তার নৃপেন মন্ডলের
এক আত্মীয়র বাড়ি নৃপেন মন্ডলে বাড়িতে ঘুরতে এসেছিল মেয়েটি। গতকাল বাড়ির কাছের নদী ঘাটে স্নান করতে যায় তারপরে হঠাৎ নদীতে নিখোঁজ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা নদীতে খুঁজাখুঁজি করে ও ভুতনি থানার পুলিশকে খবর দেওয়া হয়। ভূতনি থানার পুলিশ গতকাল থেকেই নৌকো নিয়ে খোঁজাখুঁজি শুরু করে নদীতে তবে এখন পর্যন্ত নিখোঁজ মেয়েটির কোন সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার ভুতনি থানার পুলিশের পক্ষ থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলায় টিমকে খবর দেওয়া হলে এদিন সকাল থেকে তারাও নদীতে স্পিড বোটের দিয়ে খোঁজাখুঁজি শুরু করে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত নিখোঁজ মেয়ের এখনো সন্ধান কোন রকম পাওয়া যায়নি।