স্থানীয়

অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি মা, পুড়ে মৃত্যু ছেলের

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হলেন এক গৃহবধূ সহ দু বছরের এক পুত্র সন্তান। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত ছেড়ুয়া গ্রামে। সূত্রের খবর, বুধবার রাত সাড়ে আটটা থেকে নটা নাগাদ ওই গৃহবধূ ও তার পুত্র সন্তানের গায়ে আগুন লাগে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে শারীরিক নির্যাতন করতো তার স্বামী শেখ কাশিরউদ্দিন। এই নিয়ে একাধিকবার মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী স্ত্রী। তাছাড়াও গ্রাম পঞ্চায়েতেও এই নিয়ে বহুবার অভিযোগ জানিয়েছেন অভিযুক্তের স্ত্রী রোকসানা বিবি। কিন্তু কেউই কোনো রকম ব্যবস্থা নেয়নি বলে খবর।

নিজস্ব চিত্র

ওই মহিলার পরিবারের অভিযোগ, রোকসানা বিবি কে গায়ে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করেন তার স্বামী। এরপর আশঙ্কাজনক অবস্থায় মা ও ছেলেকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় দুই বছরের পুত্র সন্তানের, এমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে। পাশাপাশি আরও জানা যায় ওই বাড়িটিকে সিল করে দেওয়া হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং কোতোয়ালি থানার পুলিশ।