অবৈধভাবে বিলের মাটি কাটায় নাম জড়ালো বিধায়কের, অভিযোগ অস্বীকার
এনএফবি, মুর্শিদাবাদঃ
অবৈধভাবে বিলের মাটি কাটায় নাম জড়াল বিধায়কের। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার ভাবতায় গ্রাম পঞ্চায়েত এলাকায়।
বেশ কিছুদিন ধরে বেলডাঙ্গা থানার ভাবতা কুলু বিলের মাটি অবৈধভাবে কাটা হচ্ছে। স্থানীয় লোকজনের দাবি বিলের মাটি অবৈধভাবে কাটার ফলে চাষাবাদে সমস্যায় পড়তে হবে। সেই সাথে গ্রামের প্রধান রাস্তা দিয়ে দিনে অত্যাধিক পরিমাণে ট্রাক্টর চলাচল করছে ফলে রাস্তায় চলাচল থেকে শুরু করে রাস্তার পাশে বাড়িগুলোতে বসবাস করতে চরম অসুবিধা হচ্ছে। এ বিষয়ে বাধা দেওয়া হলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আসে ট্রাক্টর ছড়ানোর জন্য এবং উত্তেজনা তৈরি হয়। স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে ঘটনাস্থলে ট্রাক্টর গুলোকে আটক করে নিয়ে যায় থানায়।

এলাকাবাসীর দাবি স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক সকলের যুক্ত আছে এই মাটি কাটার সঙ্গে তাই স্থানীয় লোকজন ভয়ে তেমন কিছু বলে না। কিন্তু আজ ধৈর্যের সীমার বাঁধ ভাঙ্গে এবং স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয় । গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ট্রাক্টর গুলোকে আটকে রাখে ও লোক থানায় খবর দেয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ঘটনাস্থলে বি এল আর ও আসেন ও তিনি জানান এই মাটি কাটার বিষয়ে সরকারি কোন অনুমতি নেই। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

