জেলাফিচার

আলিপুরদুয়ারে নাইরোবি ফ্লাই আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান

এনএফবি,আলিপুরদুয়ারঃ

ভুটান সীমান্ত জয়ঁগা ও তার পার্শ্ববর্তী এলাকায় নাইরোবি ফ্লাই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । স্বাস্থ্য দপ্তরের তথ‍্য অনুযায়ী এখন অবধি জয়ঁগা স্বাস্থ্য কেন্দ্রে ১৩ জন আক্রান্ত হয়ে এসেছে চিকিৎসা করাতে এবং প্রতিদিন তিন চার জন আসছে। বৃহস্পতিবার সকালেও তিনজন আক্রান্ত এসেছে চিকিৎসা করাতে।

বৃহস্পতিবার ব্লক স্ব‍্যাস্থ দপ্তরের চিকিৎসক স্বাস্থ্য কর্মী ও ব্লক প্রশাসনের আধিকারিকরা আক্রান্তের বাড়ি বাড়ি যান। তাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার জনগণকে সচেতন করেন। লতাবাড়ি হাসপাতালের চিকিৎসক ডাক্তার অনুপম সরকার জানান, যে জয়ঁগাতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রতিনিয়ত স্বাস্থ্য কেন্দ্রে আসছে আক্রান্তরা। আমরা খবর পাওয়া মাত্র গ্ৰামে গ্ৰামে যাচ্ছি এবং জনগণকে সচেতন করছি । তিনি আরও জানান, অযথা আতঙ্কিত হবার কারণ নেই স্বাস্থ্য কেন্দ্রে এর ওষুধ পর্যাপ্ত আছে। তিনি জানান আক্রান্ত হবার সাথে সাথে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।

কালচিনি বিডিও প্রশান্ত বর্মন

এবিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান, আমরা স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে গ্ৰামে গ্ৰামে পরিদর্শন করছি ও জনগণকে সচেতন করছি।

চিকিৎসক অনুপম সরকার

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।