এনএফবি, নিউজ ডেস্কঃ
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৭৬ জন, সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮৪ জন। একইসময়ে মৃত্যু হয়েছে ৯৮ জনের।
বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩২ হাজার ৮১১ জন। আজ পর্যন্ত দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ৫০ হাজার ৫৫ জন। করোনা থাবায় দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১৬ হাজার ৭২ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৮০ কোটি ৬০ লক্ষ ৯৩ হাজার ১০৭ ডোজ করোনা টিকাকরণ হয়েছে।
India reports 2,876 fresh #COVID19 cases, 3,884 recoveries, and 98 deaths in the last 24 hours.
— ANI (@ANI) March 16, 2022
Active case: 32,811 (0.08%)
Daily positivity rate: 0.38%
Total recoveries: 4,24,50,055
Death toll: 5,16,072
Total vaccination: 1,80,60,93,107 pic.twitter.com/RgZimAMrIt