টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনে অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়ে গেল ২০ হাজার

এনএফবি, কলকাতাঃ ম্যারাথনের ঢাকে কাঠি পড়ে গেছে। রবিবার সকালের এই দৌড় ঘিরে সেজে উঠেছে তিলোত্তমা। ইতিমধ্যেই শহরের পা রাখতে চলেছে দেশ বিদেশের ক্রীড়াপ্রেমী মানুষ এবং দৌড়বিদরা। এই ম্যারাথনকে কেন্দ্র করে শহরে উৎসবের পরিবেশ তৈরি হয়। সবচেয়ে বড় বিষয় এই ক্রীড়া ইভেন্টটি খেলোয়াড়-দর্শকে বিভাজিত নয়। এই ইভেন্টে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দৌড়বিদদের সঙ্গে পা মেলান আমজনতা। যেকারণে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনে জনপ্রিয়তা বাড়ছে প্রতি বছর।
রবিবারের এই ম্যারাথনে অংশগ্রহণ করতে চলেছে ২০ হাজারের বেশি প্রতিযোগী। মোট ২০,৫৩৭ জন নাম নথিভুক্ত করেছে। বুধবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ম্যারাথনের বিস্তারিত ব্যবস্থাপনা জানানো হল। উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার-সহ টুর্নামেন্টের সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিরা।
রেড রোড থেকে শুরু হবে ম্যারাথন। মেয়ো রোড, পার্ক স্ট্রিট, সেভেন পয়েন্ট ক্রসিং, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, গোলপার্ক, সাদার্ন অ্যাভিনিউ হয়ে আবার রেড রোডে শেষ হবে ২৫কে ম্যারাথন। প্রতিযোগীদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাত্রাপথে ১২টি ওয়াটার স্টেশন থাকবে। ৮২,০০০ লিটার জল মজুত থাকবে। এছাড়াও থাকবে যথাযথ মেডিকেল ব্যবস্থা। একটি মেডিক্যাল স্টেশন রেঞ্জার্স গ্রাউন্ডে করা হয়েছে। রুটে আটটি মেডিক্যাল স্টেশন থাকবে। ম্যারাথন যেখানে শেষ হবে সেখানেও থাকবে মেডিক্যাল স্টেশন। থাকবে ১৪টি অ্যাম্বুলেন্স এবং বাইকে ১০ জন মেডিকস থাকবে।

বিধায়ক দেবাশিস কুমার বলেন, ‘প্রথম থেকেই আমরা টাটা স্টিল ম্যারাথনকে সবরকম সহযোগিতা করছি। এইধরনের ইভেন্ট আমাদের শহরকে আরও রঙিন করে তোলে। শুরুতে মাত্র ৪০০০ প্রতিযোগী অংশ নিত। এবছর ২০,০০০ এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবে। এই সংখ্যাই সবকিছু বলে দিচ্ছে।’
ম্যারাথন সফল হওয়ার বিষয়ে আশাবাদী রেস ডিরেক্টর হিউজ জোন্স। তিনি বলেন, ‘ভারতের অন্যান্য জায়গার তুলনায় কলকাতায় আমরা কম প্রতিযোগী নিয়ে শুরু করেছিলাম। কিন্তু এবার প্রতিযোগীর সংখ্যা ২০,০০০ পেরিয়ে গিয়েছে। প্রতি বছর ইভেন্ট আরও বড় আকার নিচ্ছে। এবার আমরা গোল্ড স্ট্যাটাস পেয়েছি, তাই এটা মাইলস্টোন বছর। শহরবাসীর ফিটনেস নিয়ে আগ্রহ বাড়ছে।’ ১০ কে ওপেন এবং পুলিশ কাপ ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে। ২৫ কে এলিট সাড়ে ছ’টায় হবে। ২৫ কে অ্যামেচার এবং বিজয় দিবস ট্রফি রান ৬.৩২ মিনিটে শুরু হবে। সিনিয়র সিটিজেনদের দৌড় শুরু হবে ৮.২০ মিনিটে। আনন্দ রানের সময় সকাল ৮.৫০ মিনিটে। ম্যারাথনের দিন উপস্থিত থাকবেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার সল ক্যাম্পবেল। এছাড়াও থাকবেন ঝুলন গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *