এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
সকাল থেকেই শুরু হয়েছে পুর নির্বাচন। বেলা হতেই উত্তেজনার সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকায়। কাঁথি পুরসভার ১৬ নম্বর ১৩ নম্বর ও ১১ নম্বর বুথে জমায়েত করে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বিজেপি ও তৃণমূলের একে অপরের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ছত্রভঙ্গ করতে চলে পুলিশের লাঠিচার্জ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।