জেলাফিচার

থানা গুলো তৃণমূলের পার্টি অফিসঃ শুভেন্দু

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে নীল পুজাে উপলক্ষে আড়াইশো বছরের পুরনো জানকীনাথ মন্দির উপস্থিত হন। সেখানে ১১০ জন পণ্ডিতকে উত্তরীয়, গীতা প্রভৃতি দান করেন। সেই সঙ্গে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এক হাত নেন। তিনি বলেন,”পশ্চিম বাংলা আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী সব ঘটনাকে ছোট ঘটনা বলে চালানোর চেষ্টা করেন‌।” সেই সঙ্গে তিনি আরও বলেন, ” মুখ্যমন্ত্রী এমন কিছু কথা বলে যা প্রশাসন ও মিডিয়াকে চাপে রাখা যায়। তিনি যদি রাজনীতির ঊর্ধ্বে উঠে, আর সমালোচনা সহ্য না করতে পারেন,তা হলে তো দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে উঠবে। থানা গুলোকে সর্বত্রই পার্টি অফিস বানিয়ে ফেলেছে তৃণমূলের লোকেরা। এই সিস্টেমের পরিবর্তন করা দরকার আছে।” খুন ধর্ষণকারী তৃণমূলীদের যদি থানার অফিসাররা সন্তুষ্ট করতে না পারেন তাহলে তাদের পানিশমেন্ট পোস্টিং হতে পারে, এই ভয়ে অফিসাররা সর্বত্র গুটিয়ে থাকেন বলে তিনি জানান। এ প্রসঙ্গে তিনি তাহেরপুরের ওসিকে সরিয়ে দেওয়ার উদাহরণ তুলে ধরেন।

সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে তিনি বলেন, উডবার্নে একটি চোর ডাকাতকে রাখা হয়েছে। যে জন্য তৈরি করা হয়েছিল, তার অপব্যবহার করা হচ্ছে বলে তিনি দাবি করেন। সেখানে বিশিষ্ট ব্যক্তিদের রাখার কথা তেমনি বয়স্ক মানুষদের রাখার কথা তার বিনিময়ে এক বড় ডাকাত কে পুষে রাখা হয়েছে বলে শুভেন্দু বাবু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।