হাওড়ার পরিস্থিতি স্বাভাবিক, বাগডোগরা বিমানবন্দরে জানালেন রাজ্যপাল

এনএফবি, শিলিগুড়িঃ

আজ থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন। কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ দিন দুপুরে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাওড়ার ঘটনা নিয়ে নিয়ে তিনি বলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশ নজর রাখছে। রাজ ভবন আলাদা করে সেল তৈরি করেছে। সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাভাবিক গতি ফিরে এসেছে। সব দিক নজর রাখা হচ্ছে। এরপর সড়ক পথ দিয়ে তিনি সোজা চলে যান দার্জিলিং এর রাজভবনের উদ্দেশ্য।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।