ক্রীড়া

গতিই সব নয় এবার উমরানকে পরামর্শ শাস্ত্রীর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কিছুদিন আগে প্রাক্তন ভারতীয় কোচ জোরে বোলার আর পি সিং জানিয়েছিলেন ভারতের পেসার উমরান মালিককে গতি দিয়ে শুধু হবে না। লাইন লেংথ দরকার। এবার উমরান ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী । এদিন শাস্ত্রী জানালেন,”উমরান খুব তাড়াতাড়ি ভারতের হয়ে খেলবে। তবে যদি তুমি সঠিক জায়গায় বল না রাখতে পারো, তবে ১৫৬ কিলোমিটারের বলে ব্যাট চলবে ২৫৬ কিলোমিটারে। ঠিক সেটাই ঘটছে আইপিএলে। গতি রয়েছে খুব ভালো কথা। তবে তোমাকে মাথায় রাখতে হবে যে, বল যেন সঠিক জায়গায় পড়ে। যদি তুমি সঠিক জায়গায় বল না রাখতে পার, তবে মার খাবে। প্রচুর রান খরচ করতে হবে। পিচ এখন তুলনায় স্লো হয়ে আসছে। এখন পিচ আরও ব্যাটিং সহায়ক হবে। আমি সংবাদমাধ্যমে ১৫৬-১৫৭ (কিলোমিটার) নিয়ে আলোচনা দেখছি। তবে এই ফর্ম্যাটে (টি-২০) এমন গতিতে কিচ্ছু যায় আসে না। যদি ও স্টাম্পে আক্রমণ করে, তাহলে হয়তো আরও ভালো ফল পেতে পারে। ১৫৬-১৫৭ কিলোমিটার গতি দারুণ বিষয়। তবে সেটাকে সঠিক জায়গায় বল রেখে ব্যবহার করতে হবে।” কাশ্মীরের উমরান চলতি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ভালো পারফরমেন্স করছেন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।