ফিচাররাজ্য

সোমবার থেকে কড়া বিধিনিষেধে বন্দি রাজ্য

এনএফবি, কলকাতাঃ

ওমিক্রন ভ্রূকুটির পাশাপাশি দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। উদ্বেগ ধীরে ধীরে আতঙ্কে রূপ নিচ্ছে। করোনা নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার থেকেই একাধিক নিয়ম মেনে চলতে হবে রাজ্যবাসীকে। রবিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সোমবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পাশাপাশি লন্ডন থেকে কোনও বিমান কলকাতা বিমানবন্দরে নামবে না। বাড়ানো হল রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমা। ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার প্রকল্পের কাজ।

এক নজরে দেখে নিন বিধিনিষেধ

  • ☞ বন্ধ স্কুল কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান
  • ☞সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন
  • ☞বন্ধ সমস্ত সুইমিং পুল,জিম, স্পা, বিউটি পার্লার, সেলুন
  • ☞বন্ধ থাকবে চিড়িয়াখানা-সহ সমস্ত পর্যটন স্থল
  • ☞ সব সরকারি-বেসরকারি দফতর ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে
  • ☞শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো
  • ☞দূরপাল্লার কোনও ট্রেন বন্ধ হচ্ছে না
  • ☞বাজার শপিং মলে ৫০ শতাংশ মানুষ একসময়ে ঢুকতে পারবেন
  • ☞বিয়ে-সহ সমস্ত সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০জন নিমন্ত্রিত
  • ☞রাত দশটা পর্যন্ত ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু থাকবে সিনেমা থিয়েটার
  • ☞মিটিং ও জমায়েতে সর্বোচ্চ ২০০ অথবা হলের জায়গার অর্ধেক মানুষ থাকতে পারবেন
  • ☞রাত্রি ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত যানবাহন চলাচলেও জারি থাকবে বিধিনিষেধ
  • ☞রাত ১০টার পর কোনও অনুষ্ঠান করা যাবে না
  • ☞শবযাত্রায় সর্বোচ্চ ২০জন থাকতে পারবেন
  • ☞১০ শতাংশ আরটি-পিসিআর বাধ্যতামূলক