ক্রীড়া

ধরমশালাতে নয়, তৃতীয় টেস্ট হবে ইন্দোরে

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

১ মার্চ ধরমশালাতে হবে না ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। সোমবার সকালে টুইট করে এ কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে লেখা হয়েছে,
‘‘বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সিরিজের তৃতীয় টেস্ট হবে ইন্দোরে।” হোলকার স্টেডিয়ামের একটি ছবিও দিয়েছে বিসিসিআই। অর্থাৎ, হিমাচলপ্রদেশের বদলে তৃতীয় টেস্ট হবে মধ্যপ্রদেশে। ধর্মশালা, মাঠ এবং তার পাশ্ববর্তী এলাকা সৌন্দর্যের জন্যও জনপ্রিয়তা রয়েছে। সফরকারী দলগুলিও এই মাঠে খেলতে পছন্দ করে। শেষ বার যখন অজিরা ভারতে এসেছিল, সেবারও ধর্মশালায় খেলেছিল ক্যাঙারু ব্রিগেড।

চলতি বছরে ওডিআই বিশ্বকাপের আসর বসবে ভারতে। সেই কারণে এখন থেকেই জোরকদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাজানো হচ্ছে মাঠ। আউটফিল্ড এবং স্টেডিয়ামও নতুন করে সাজানো হচ্ছে। যা কম সময়ে শেষ হওয়ার নয়। সেই কারণেই ধর্মশালা থেকে সরিয়ে দেওয়া হল সিরিজের তৃতীয় ম্যাচ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।