স্থানীয়

জাঁকজমক পূর্ণভাবে পালিত হলো সেনার অবসরপ্রাপ্তির সময়

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

দীর্ঘ ২৭ বছর ধরে সৈন্য জীবন কাটিয়ে অবসরপ্রাপ্ত সময়ে মাইক বাজিয়ে, বাদ্যযন্ত্র সহকারে এবং পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে বাড়ি ফেরাটা বাংলার মানুষ খুবই কম দেখেছে বলা যায়। আর আজ ঠিক এমনি দৃশ্য দেখা গেল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে।

দীর্ঘ ২৭ ধরে বছর ধরে ভারতীয় সৈন্য বাহিনীর চিকিৎসা বিভাগের মধ্য দিয়ে দেশসেবা করেছেন পাঁশকুড়ার সুনীল কুমার সামন্ত। বাড়ি ফেরার সময় গ্রামের মানুষ তাকে শঙ্খ ধ্বনি এবং পুষ্প বৃষ্টির মধ্যে দিয়ে স্বাগত জানান। সুনীল বাবু জানান, “আমার সৈনিক জীবনে এটি একটি স্বপ্ন ছিল, যে নিজেকে সুরক্ষিত রেখে দেশসেবা করে বাড়ি ফিরবো যখন, তখন এমনই একটি সেরেমনিয়াল আকারে ফিরব। তবে বাংলার বুকে এসব কেউ করেনা বলেই বিষয়টি কেউ কোনদিনও দেখেনি। তবে আজ আমি এটি করলাম এর ফলে সাধারণ মানুষ সৈনিকদের প্রতি আরও আকৃষ্ট যাতে হয় এবং সৈনিকদের আরও ভালোবাসে।”

নিজস্ব চিত্র

তবে তিনি বাড়ি ফিরেছেন পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি এবার তার প্রধান কাজ হবে এলাকার সমস্ত ছেলে- মেয়েদের সৈনিক জীবনের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত ‌করা। যাতে করে ছেলেমেয়েরা সেনাবাহিনীতে যোগদান করে সুনীল বাবুর মত দেশ সেবায় নিজেকে নিয়োজিত করে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।