ভেঙে পড়া গাছ সরাতে হাত লাগালো তৃণমূল – বিজেপি

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

বড় গাছ ভেঙে পড়ে ঘটলো বিপত্তি। আর তাতেই খড়্গপুর শহরের জনতা দেখল দুই রাজনৈতিক দলের একত্রিকরণ। স্লোগান বা পাল্টা স্লোগানের পরিবর্তে পুরভোটের মুখে তৃণমূল ও বিজেপি দুই দলের কর্মীরা সৌজন্যের নিরিখে হাত লাগালেন ভেঙে পড়া গাছকে সরাতে।

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের গিরি ময়দান থেকে বিগবাজার যাওয়ার রাস্তায় পুরনো একটি বড় গাছ পড়ে ঘটে এই বিপত্তি। গাছটি বহু পুরাতন। ওই গাছ ভেঙে পড়ায় যান চলাচল স্তব্ধ হয়ে যায় গিরি ময়দান স্টেশন থেকে বিগ বাজার নিমপুরা যাওয়ার রাস্তা। ওই সময়ে কোন ট্রেন না যাওয়াতে রেলগেট খোলাই ছিল, তার কারণে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচে এলাকার মানুষজন। খবর পেয়ে ছুটে আসেন খড়্গপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্রী রাও ও তৃণমূল প্রার্থী পূজা নাইডু। দুই দলের কর্মী সমর্থক, রেল পুলিশ এবং স্থানীয় খড়্গপুর টাউন থানার সহায়তায় রাস্তায় পড়ে যাওয়া গাছ সরানো হয়। নজিরবিহীন এই ছবি ধরা পড়ল খড়গপুর শহরে। তবে ওই সময় রেল গেট খোলা থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এলাকার বাসিন্দারা। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাস্তা থেকে গাছ কে সরানোর পর ওই রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়।