ব্রিজের রেলিং ভেঙে নদীতে ট্রাক, দূর্ঘটনায় আহত ২
এনএফবি, শিলিগুড়িঃ
ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ল ট্রাক! আহত দুই। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়িতে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে শিলিগুড়ি থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রাক। সেই সময়ই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে ট্রাকটি। এই ঘটনায় চালক ও সহ চালক আহত হয়। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর পুলিশ আহতদের হাসপাতালে পাঠায়।

ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।