ক্রীড়া

শতসমস্যার মাঝেও যুবভারতীর দর্শকই স্বস্তি দিচ্ছে জুয়ানকে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সত্যিই সময় কত তাড়াতাড়ি বয়ে যায়! দুই বছর আগে করোনা যখন গোটা বিশ্বতে থাবা দিয়েছে তখন প্রশ্ন উঠেছিল যুবভারতীতে ফুটবল হওয়া নিয়ে। গঙ্গাপাড়ের ক্লাব দিয়ে অনেক জল বয়ে গেছে। এটিকে মোহনবাগান মার্জ হয়েছে। এখন আবার এটিকে হটাও স্লোগান নিয়ে মোহনবাগান সমর্থকরা আন্দোলন করছে। অবাক করার মত ঘটনা, যারা আন্দোলন করছে তাঁদের মধ্যে অনেকেই এটিকে মোহনবাগানের খেলা দেখার জন্য টিকিটের লাইনে দাঁড়িয়েছেন। আপাতত ঠিক হয়েছে তিরিশ হাজারের কিছু বেশি মানুষ মঙ্গলবারের এটিকে মোহনবাগান বনাম শ্রীলঙ্কা ব্লু স্টারের ম্যাচ দেখতে পারবেন। যদিও কোনো ব্যানার, পোস্টার নিয়ে মাঠে ঢোকার অনুমতি থাকছে না ।আর যুবভারতীর দর্শকদের উন্মাদনা জানেন বাগান কোচ জুয়ান ফেরান্ড। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানাচ্ছেন, “অবশ্যই আমাদের দর্শক উপস্থিতি স্বস্তি দিচ্ছে। এতদিন সমর্থকরা টিভিতে ম্যাচ দেখতেন। এখন মাঠে বসে দেখতে পারবেন এর থেকে ভালো জিনিস কিছু হয় না। আমি ডুরান্ড কাপে এএফসি গোয়ার হয়ে ফাইনাল ম্যাচে দেখেছি, কলকাতার দর্শক উন্মাদনা ভাবা যায় না। আমি মুখিয়ে রয়েছি যুবভারতীতে নামতে।” তার পাশে বসা বাগান মিডফিল্ড জেনারেল জনি কাউকো জানাচ্ছেন, “ডার্বিতে সমর্থকদের উন্মাদনার ভিডিও দেখেছি। আমি সত্যিই মোহনবাগান দর্শকদের সামনে খেলার জন্য উগ্রীব হয়ে আছি।” বিপক্ষ দল শ্রীলঙ্কা ব্লু ষ্টারকে নিয়ে বাগান কোচ জানালেন, “ভুললে চলবে না ওরা কিন্তু টানা পাঁচটা ম্যাচ জিতে এসেছে ওদের মোটেও হালকাভাবে নেওয়ার প্রশ্ন নেই। কীভাবে দলের ভুলত্রুটি শুধরানো যায় সেইদিকে নজর দেব।” জনি কাউকোরও একই বক্তব্য। তিনি জানাচ্ছেন,” অল্পের জন্য আইএসএল হাতছাড়া হয়েছে। সেই ভুলগুলো আর করবো না।এএফসি বড় টুর্নামেন্ট, এখানে ভালো করতে হবে।” এটিকে মোহনবাগানের কিন্তু সত্যিই চিন্তার কারণ আছে। কারণ মঙ্গলবার অনিশ্চিত রয় কৃষ্ণা। তাকে খেলানো নিয়ে কোনো আগ্রহও নিয়ে জুয়ানের। তিনি জানাচ্ছেন, আমরা দল হিসাবে খেলতে ভালোবাসি কোনো একজন প্লেয়ারকে আমরা ফোকাস করছি না।” বেলারুশের বিরুদ্ধে ভারতের হয়ে খেলার সময় আবার চোট পান বাগান ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। জুয়ানের কথায়, “সন্দেশ মানসিকতা কিন্তু আমরা সবাই জানি। শেষ অবধি ও চেষ্টা করবে মাঠে নামার। সন্দেশ প্রথম এগোরোতে মাঠে মাঠে থাকলে সেটা আমাদের কাছে হবে একটা বড় পাওনা।” সন্দেশ না থাকলে টিডির সঙ্গী কে হবে সেই ধাঁধা থাকছেই । তবে সবুজ মেরুন দলে স্বস্তির খবর তাঁদের ভারতীয় গোলমেশিন লিস্টন কোলাসো চোট কাটিয়ে মাঠে নামতে পারবেন । এদিন যুবভারতীর অনুশীলন মাঠে নয় প্রধান মাঠেই অনুশীলন করল এটিকে মোহনবাগান।