প্রতীক্ষার অবসান! রাস্তার কাজের সূচনায় খুশি স্থানীয়রা
এনএফবি, মালদাঃ
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন রাস্তা পেতে চলেছে মোথাবাড়ি থানার অচিনটোলা গ্রামের বাসিন্দারা। প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তার জন্য রাজ্য সরকারের মাধ্যমে বরাদ্দ হয়েছে ৩ কোটি ৭৬ লক্ষ টাকা। বুধবার নতুন এই রাস্তার কাজের শিলান্যাস করেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। আগামী এক মাসের মধ্যেই নতুন এই রাস্তার তৈরি হয়ে যাবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এই পাকা রাস্তাটি তৈরি হলে এলাকার কয়েক হাজার মানুষের রুজি রোজগার এবং জীবন জীবিকায় অনেকটাই উন্নতি হবে বলে মনে করছেন গ্রামবাসীরা।

স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অচিনটোলা হাট থেকে শ্মশানঘাট পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল হয়েছিল। খারাপ রাস্তার কারণে চলাচলের চরম সমস্যায় পড়তে হচ্ছিল গ্রামবাসীদের। এমনকি যানবাহন চলাচলের ক্ষেত্রেও অনেক সমস্যা তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরেই এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে প্রশাসন। আর নতুন রাস্তার কাজের সূচনা হতেই হাসি ফুটেছে গ্রামবাসীদের মধ্যে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।