এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
কম্বল মোড়া অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রেল এলাকায় ৷
স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকার রেল কোয়ার্টারের পিছনে থাকা একটি সেফটি ট্যাংকের উপর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ৷ এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় খড়্গপুর টাউন থানার পুলিশকে ৷ ঘটনাস্থলে খড়্গপুর টাউন থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ তবে পুলিশের প্রাথমিক অনুমান মহিলাটি স্থানীয় নয়, তবে ওই মৃত মহিলার নাম ও পরিচয় জানার পাশাপাশি কি কারণে এমন ঘটনা ঘটল, সে সমগ্র ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ ৷
আরও পড়ুনঃ কংগ্রেসের জয়ী কাউন্সিলার দের মিথ্যা চিঠি পাঠানোর অভিযোগ
অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর শহরজুড়ে।