স্থানীয়

সরকারি ক্যানেলের মাটি চুরি, প্রতিবাদে রুখে দাঁড়াল গ্রামের মানুষ

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

সরকারি ক্যানেলের মাটি চুরি ও সরকারি সম্পত্তি নষ্ট করার প্রতিবাদে রুখে দাঁড়ালেন এলাকার মানুষ। এমনই ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচখুরি গ্রাম পঞ্চায়েত এলাকায়। পাশাপাশি যে নড়বড়ে সেতু দিয়ে ১০/১২ টনের ভারী গাড়ি চলাচল করতে পারে সেই সেতু দিয়ে ৬০/৭০ টনের মালবাহী গাড়ি নিয়ে যাওয়ার সময় তারা বাধা দেয়।
শুক্রবার জলসেচ দপ্তরের নির্বাহী বাস্তুকারকে স্মারকলিপি দিয়ে স্থানীয়রা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরেই সুকুমার সিং ,গণেশ পন্ডা পাঁচখুরি খালের মাটি কেটে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছেন। এর ফলে খালের ক্ষতি হচ্ছে। চাষ যোগ্য জমি ভরাট করে দেওয়া হচ্ছে। পাশের আর একটি খালের মাটি কেটে নেওয়া হচ্ছে। তারা আরও বলেন, এখানে খালের উপর নড়বড়ে সেতু রয়েছে। যার উপর দিয়ে ভারী যানবাহন নিয়ে যাওয়া হচ্ছে।
এদিন দুপুরে তাঁরা একটি ট্রাক আটকে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে কোতওয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।