এনএফবি, মুর্শিদাবাদঃ
রোগী মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য হাসপাতাল চত্ত্বরে। মৃতের নাম আদিনা খাতুন(২৮)।
বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ডোমকলের ডোমকল সুপার স্পোশালিটি হাসপাতালের ঘটনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, গতকাল বিকেলে ডোমকলের রমনা এতবার নগরের লুকমান হোসেন আনসারির মেয়ে আদিনা খাতুন প্রসব যন্ত্রনা নিয়ে ডোমকল হাসপাতালে আসে। একদিন অবজারভেশনে রাখার পর বৃহস্পতিবার দুপুরে ভর্তি হয়। বিকেলের দিকে হয় সিজার। তারপরেই রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। সন্ধ্যায় মৃত্যু হয় তার। তারপরেই একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে রোগীর পরিবারের লোকজন।