রক্ত ঘিরে চাঞ্চল্য তমলুকে
এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
রাস্তার উপর যেখানে সেখানে পড়ে রয়েছে টাটকা রক্ত, যা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে তমলুক পুরসভার ৭নং ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকাল নাগাদ হঠাৎই পুরসভার রাস্তার উপর এখানে সেখানে পড়ে রয়েছে টাটকা রক্ত। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ওয়ার্ডের কাউন্সিলর চন্দন দে কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাউন্সিলর। তিনিই তমলুক থানার পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।