পেলের নামে গেট হবে মোহনবাগানে

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

১৯৭৭ সালে পেলের কসমস ক্লাব ইডেনে এসে মোহনবাগানের বিরুদ্ধে খেলে গেছিলো। সেই স্মৃতি এখনও অক্ষত। ম্যাচ ড্র হয় ২-২ ব্যবধানে।আর ফুটবল সম্রাটের মৃত্যুর পরে পেলের নামে গেট তৈরীর কথা ঘোষণা করল মোহনবাগান।

১৯৭৭ সালে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে পেলে

পেলের দলের বিরুদ্ধে খেলার স্মৃতিচারণ করে বাগান সচিব দেবাশিস দত্ত বলেন, “২৪ সেপ্টেম্বর, ১৯৭৭ ক্লাবের ইতিহাসে অবিস্মরণীয় দিন। আমরা নিউইয়র্ক কসমসের বিরুদ্ধে শুধু ক্লাব নয় দেশেরও প্রতিনিধিত্ব করেছিলাম। মোহনবাগানকে ভারতের ‘একমাত্র’ ফুটবল ক্লাব হিসাবে জানত। মানুষ আসবে এবং যাবে এবং এই দিনটি চিরকাল ইতিহাসে খোদাই করা থাকবে।আমার পেলের নামে গেট তৈরী করবো যে কাজ খুব তাড়াতাড়ি শুরু করবো।”

এর আগে প্রয়াত চুনী গোস্বামীর নামে গেট করেছে গঙ্গাপাড়ের ক্লাব।