ক্রীড়া

গ্যালারির টিকিটের দাম কমাল ফিফা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সুখবর কাতারের ফুটবল সমর্থকদের। কারণ করোনার জন্য গোটা বিশ্বের আর্থিক মন্দার কথা মাথায় রেখে গ্যালারির টিকিটের দাম কমাল ফিফা।কাতারের আমজনতা এবং ওই দেশে চাকুরিরত অন্য দেশের নাগরিকরা ঘরের মাঠে বিশ্বকাপ উপভোগ করতে পারবে। ফিফা থেকে এক বিবৃতি তে জানানো হয়, যে দেশে বিশ্বকাপ, তাঁদের আমরা কোনোভাবেই বঞ্চিত করতে পারি না ফুটবল থেকে। করোনার মন্দার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিলাম। কাতারের মানুষ ১১ ডলারে কাটতে পারবেন টিকিট। ভারতীয় টাকায় যে টিকিটের দাম মাত্র ৮১৯ টাকা। তবে, ম্যাচ প্রতি কত সংখ্যক সমর্থক ওই টিকিট কেনার সুযোগ পাবেন, তা অবশ্য বলা হয়নি। সেটা আলোচনা করে জানানো হবে। তবে আন্তর্জাতিক সমর্থকদের জন্য সাধারণ টিকিটের দাম অবশ্য বেশি। তবে ফাইনালের দাম অনেকটা বেশি। ১৬০৭ ডলার পড়বে।

আরও পড়ুনঃ বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের দল ঘোষণা আর্জেন্টিনার, নেই মেসি

এ বারই প্রথম শীতলাকীন বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। এই টুর্নামেন্ট যাতে সফল হয়, তার জন্য সব রকম চেষ্টা চালাবে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যানটিনিও জানান, “আমরা এই কাতার ফুটবল বিশ্বকাপের সফলতা নিয়ে বেশ আশাবাদী। করোনা বিধি মেনেই সব ম্যাচ আয়োজন হবে। দর্শকরা মাঠে ঢুকবে। আমাদের কাছে এই বিশ্বকাপ আয়োজিত করা বড়ো চ্যালেঞ্জ।” কাতারও দেশের মাঠে বিশ্বকাপকে জন প্রিয় করে তুলতে স্টেডিয়াম ঠিক করছে। বিপুল অর্থ খরচ করে ন’টা স্টেডিয়াম তৈরি করা হয়েছে। তবে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা ফুটবল প্রেমীদের জন্য হোটেলের সংখ্যা কম কাতারের মতো ছোট দেশে। অনেকেরই হোটেল পেতে সমস্যা হবে। আগামী ফেব্রুয়ারী মাসে ৩২ দলের ড্র হবে। কাতারের আয়োজক কমিটির শীর্ষ কর্তা নাসির আল খাতির বলেছেন, ‘পশ্চিম এশিয়া এবং দুবাইয়ের প্রথম বিশ্বকাপ। এই বিশ্বকাপকে অসাধারণ একটা ইভেন্ট হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য। ফুটবল ঘিরে যে প্যাশন রয়েছে কাতারের, সেটা দেখানোর জন্য মুখিয়ে রয়েছি আমরা। একটা নতুন সংস্কৃতির স্বাদ দিতে চাই। গোটা বিশ্বকে বলছি আমাদের দেশে আসুন ম্যাচ দেখুন কাতার থেকে নিরাশ হয়ে ফিরবেন না কেউ।’ এই বিশ্বকাপই মেসি, রোনাল্ডো দের শেষ বিশ্বকাপ।

আরও পড়ুনঃ ভারতের মেয়েদের বিশ্বকাপের দরজা খোলার সুযোগ