স্থানীয়

চাষের জমিতে বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়াল এলাকায়।

এনএফবি, কোচবিহারঃ

চাষের জমিতে বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকায়। ওই ঘটনায় যথেষ্ট উদ্বেগে রয়েছেন এলাকাবাসীরা।

জানা গেছে ,বাঘ ঢুকেছে এই রটনায় এলাকায় ভীতির সঞ্চার হলেও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় কেউ বাঘ দেখেন নি। সাধারণ মানুষের ভীতি দূর করতে প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সচেতন করে আতঙ্কিত না হওয়ার কথা বলা হচ্ছে।

আবু আল কাশেম, স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র

এই বিষয়ে মাথাভাঙ্গা বনদফতরের রেঞ্জার সজল পাল বলেন, ‘বাঘ ঢুকেছে এই রটনা বন্য জন্তুর পায়ের ছাপ দেখে ছড়িয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এলাকায় বাঘ নজরে আসেনি। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি গ্রামবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা দিচ্ছি। আদৌ বাঘ আছে কিনা তা এখনও জানা যাচ্ছে না।’
উল্লেখ্য, শিবপুর এলাকায় বাঘ আসার ভৌগোলিক যুক্তি সাধারণত নেই। কিন্তু এলাকাবাসীর আতঙ্ক এবং জন্তুর পায়ের ছাপের কথা মাথায় রেখে প্রশাসন গোটা বিষয়টির ওপর নজর রাখছে।