ক্রীড়া

স্বমহিমায় তিকিতাকা, কোস্টারিকে সাত গোলের মালা স্পেনের

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

স্বমহিমায় তিকিতাকা ফুটবল। ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল জিতেছিল স্পেন। গত দুটো বিশ্বকাপে তেমন কিছু করতে পারেনি তারা। কিন্তু যদি সকালটা বলে দেয় সারাদিন কেমন যাবে! তেমনটা হলে এবারের কাতারে দেখা যাবে তিকিতাকা ম্যাজিক। অন্তত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ধুয়ে মুছে সাফ করে দিলো স্প্যানিশ জায়ান্টরা। জয় পেলো ৭-০ ব্যবধানে।

ম্যাচের ১১ মিনিটেই ‘লা রোখা’-কে এগিয়ে দেন ওলমো। ১০ মিনিট পরে ব্যবধান বাড়ান অ্যাসেন্সিও। ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তোরেস। খেলার ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪-০ করেন তোরেস। ৭৪ মিনিটে দলের পক্ষে পঞ্চম গোল করেন গাভি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সোলার ৬-০ এগিয়ে দেন স্প্যানিশদের। ইনজুরি টাইমে কোস্টারিকার কফিনে শেষ পেরেক পুঁতে দেন মোরাতা। গোটা ম্যাচে একটিও গোলমুখী শট নিতে পারেনি কোস্টারিকা।

১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর ২৪৯ দিন বয়সে গোল করেছিলেন পেলে। তারপর সবচেয়ে কমবয়সী (১৮ বছর ১১০ দিন) খেলোয়াড় হিসাবে বিশ্বকাপে গোল করলেন গাভি।