সচিনের হাতে সংবর্ধনা পেলেন তিতাসরা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ঘোষণাটা আগেই হয়ে গিয়েছিল। বুধবার ভারত বনাম নিউজিল্যান্ড শুরু হওয়ার আগেই অনুর্ধ্ব-১৯ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটারদের সংবর্ধিত করল ভারতীয় ক্রিকোট বোর্ড। সচিন তেন্ডুলকরের হাত দিয়েই সংবর্ধিত করা হল বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার মালিক শেফালী বর্মাদের।

এদিনই শেফালী বর্মাদের হাতে তুলে দেওয়া হল পাঁচ কোটি টাকা ও পুরস্কার।

কয়েকদিন আগেই ইংল্যান্ডকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা দল।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় মহিলা ক্রিকেট দলের আগামী প্রজন্মকেই উজ্জিবীত করতে এদিন সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর। নিজের অভিজ্ঞতা দিয়েই তরুণ প্রজন্মকে উজ্জীবিত করলেন তিনি। সেইসঙ্গে সচিন তেন্ডুলকরের মুখে এদিন উঠে এল মিতালী রাজ, ঝুলন গোস্বামীদের মতো মহি্লা ক্রিকেটারদের কথা। শুধুমাত্র সচিন তেন্ডুলকরই নন এদিন শেফালী বর্মাদের সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন জয় শাহ, বোর্ড সভাপতি রজার বিনি এবং রাজীব শুক্লও।

প্রথম অনুর্ধ্ব-১৯ মহিলা টি২০ বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। সেই ধারাই ধরে রাখার লক্ষ্যে এখন রয়েছে তারা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।