কংগ্রেস বিধায়ক বাইরনকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ তৃণমূলের
এনএফবি, মুর্শিদাবাদঃ
সাগরদীঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসকে গ্রেপ্তারের দাবিতে সামসেরগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমুলের। সোমবার সন্ধ্যায় সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে থানার গেটে দীর্ঘক্ষন ধরে বিক্ষোভ করে তৃণমূলের কর্মী সমর্থকরা।

জানা গেছে, ধুলিয়ানের তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় জৈনের বাড়ির সামনে গালিগালাজ ও অস্ত্র নিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে থানার সামনে এই বিক্ষোভ। এদিনের বিক্ষোভ থেকে পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলে তৃণমূল।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।