পিএফের দাবিতে ফের বিজেপি বিধায়ক সাংসদদের বাড়ির সামনে ধর্ণা কর্মসূচি তৃণমূলের

এনএফবি, আলিপুরদুয়ারঃ

উত্তরবঙ্গের চা বলয়ের শ্রমিকদের প্রোভিডেণ্ট ফাণ্ড সমস্যা সমাধানের দাবিতে পূনরায় উত্তরবঙ্গের সমস্ত বিজেপি বিধায়ক ও সাংসদের বাড়ির সামনে ধর্ণা অবস্থান কর্মসূচি নিল তৃণমূল।

জানা গিয়েছে, আগামী ১ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত ছয়দিন তৃণমূলের এই কর্মসূচি চলবে। বিজেপি বিধায়ক ও সাংসদের বাড়ির সামনে এই ধর্ণা কর্মসূচি চলবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

এই বিষয়ে তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাঁও জানান, চা বাগানের শ্রমিকদের প্রোভিডেণ্ট ফাণ্ড একটা বড় সমস্যা এছাড়া আধার সমস্যা আছে এই বিষয়ে বিজেপি জনপ্রতিনিধিরা কিছু করছেনা। প্রোভিডেণ্ট ফাণ্ড দফতর কেন্দ্রীয় সরকারের কিন্তু বিজেপি বিধায়ক ও সাংসদরা এই নিয়ে কোনও আওয়াজ তুলছেনা সে জন‍্য এই ধর্ণা কর্মসূচি।

Follow Us On:

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।