রাজ্য

বিধানসভায় আজ বাজেট অধিবেশন

এনএফবি, কলকাতাঃ

পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ বাজেট অধিবেশন। সোমবার বেলা ২টায় শুরু হচ্ছে এই অধিবেশন। রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণের মধ্যে দিয়ে এই অধিবেশনের সূচনা হবে। রাজ্যপাল এবং সরকারের মধ্যে তিক্ত সম্পর্কের রেশ বাজেট অধিবেশনে পড়ে কি না তা নিয়ে তাকিয়ে সব মহল। বিধি অনুযায়ী, রাজ্য সরকারের তৈরি করে দেওয়া লিখিত ভাষণ পাঠ করেন রাজ্যপাল। ইতিমধ্যেই সরকারের ঠিক করা লিখিত ভাষণের খসড়ার কিছু অংশ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন বলেই খবর। একইসঙ্গে নবান্নের তরফে খসড়ায় তেমন কোনও পরিবর্তন করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় রাজ্যপালের ভাষণ কী হয় সেটাই এখন দেখার।

পাশপাশি, রাজ্যপালের ভাষণ যাতে সরাসরি বৈদুতিন প্রচার মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করা হয় সেজন্য রবিবার দুপুরে রাজ্যপাল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে অনুরোধ করেন। যদিও রবিবার রাত পর্যন্ত এ নিয়ে কোন সিদ্ধান্ত নেন নি বলেই বিমান বাবু সংবাদমাধ্যমকে জানিয়েছেন।