জেলা

বহরমপুরে দোকান উচ্ছেদের সুষ্ঠু সমাধানে খুশি ব্যবসায়ীরা

এনএফবি, মুর্শিদাবাদঃ

বহরমপুরের চুয়াপুর রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন বিবেকানন্দ স্ট্যাচু মোড়ের রাস্তা সম্প্রসারণের কাজে যে পঁচিশজন ব্যবসায়ী বাধা দিয়েছিল তারা বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি ও সদর মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানায়। ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যার কথা জেনে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয় যে, ওই পঁচিশজন ব্যবসায়ীকে বহরমপুর চুয়াপুর রেলওয়ে ওভারব্রিজের নিচে অস্থায়ী দোকান করার অনুমতি দেওয়া হবে।

প্রশাসনিক এই সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা। সংবাদমাধ্যমকে তারা জানিয়েছে, প্রশাসন যেহেতু তাদের দাবি মেনে নিয়েছে তাই তাদের আর ওই দোকান উচ্ছেদে কোনো বাধা নেই। আগামী কয়েকদিনের মধ্যেই তাদের নতুন দোকান তৈরি কাজ শুরু হবে বলে জানিয়েছেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ গোয়ালা।

অন্যদিকে নাড়ুগোপাল মুখার্জি জানিয়েছেন, বহরমপুর পুরসভা নিজের খরচে এই অস্থায়ী দোকান তৈরি করে দেবে ব্যবসায়ীরা যাতে ব্যবসাকে আরও উন্নত করে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য।