স্থানীয়

কংসাবতী রেলব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা,রেলব্রিজ থেকে হঠাৎই নদীতে পড়ে গেল এক রেলকর্মী

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর কংসাবতী রেলব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ৷ রেললাইনের কাজ সেরে খড়্গপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে ফেরার সময় রেলব্রিজ থেকে হঠাৎই নদীতে পড়ে গেল এক রেলকর্মী।

জানা গিয়েছে রেলকর্মীর নাম তাপস দাস। রেল সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে গোকুলপুরে রেললাইনের কাজ করছিল বেশ কয়েকজন রেলকর্মী। কাজ শেষ করে তাঁরা মেদিনীপুরের দিকে ফেরার সময় হঠাৎই লাইনে চলে আসে আরণ্যক এক্সপ্রেস। সেই সময় কোনোভাবে রেলব্রিজের ধারে চলে যায় ওই রেলকর্মী। সেখান থেকে নদীতে পড়ে যায় সে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে খড়্গপুর ডিভিশনের রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং গুরগুড়ি পাল থানার পুলিশ। নিজের প্রাণ বাঁচাতে ওই রেলকর্মী নিজেই নদীতে ঝাঁপ দেয় নাকি দুর্ঘটনাগ্রস্ত রেলকর্মী ব্রিজ থেকে নিচে পড়ে যায় সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিসের তরফে। তবে এখনও পর্যন্ত কোনও হদিশ মেলেনি ওই রেলকর্মীর। ইতিমধ্যেই রেলকর্মীর খোঁজে নদীতে ডুবুরি নামানোর ভাবনা নেওয়া হয়েছে রেল আধিকারিকদের। নামানো হয়েছে এনডিআরএফ এর টিম, ইতিমধ্যেই জোর কদমে চলছে তল্লাশি।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।