রেশন দোকানের স্থানান্তর, বিপাকে গ্রাহকরা

এনএফবি, মুর্শিদাবাদঃ

রেশন দোকান স্থানান্তরিত হওয়ায় বিপাকে পড়লেন হাজার হাজার গ্রাহক ।

বুধবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ২নং ব্লকের শক্তিপুর থানার সোমপাড়া ১ নং গ্রামপঞ্চায়েতের অধীনস্ত বেশ কয়েকটি গ্রামের মধ্যে অবস্থিত বিকাশ চন্দ্র চন্দ্রের রেশন দোকান থেকে ৮-৯ হাজার গ্রাহক রেশন পেয়ে আসছিলেন। গত কয়েকদিন আগে হঠাৎই প্রায় ৭ কিলোমিটার দূরে মানিক্যহার গ্রামের আবদুল্লা সেখের রেশন দোকানের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে সমস্যায় পড়েছে কয়েক হাজার মানুষ।

জানা গেছে ,গ্রাহকদের এই সমস্যা সমাধানের জন্য মুর্শিদাবাদ জেলাশাসকের কাছে চিঠি লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

আরও পড়ুনঃ বহরমপুরে চাকরি মেলায় নিয়োগপত্র প্রদান – NF Bangla Private Limited (newsfrontbangla.com)