দলীয় কার্যালয়ে পতাকা টাঙানোর অপরাধে সিপিএম কর্মীকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

কার্যালয়ে দলীয় পতাকা বাঁধাকে কেন্দ্র করে এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে।
ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩নং ব্লকের আধারনয়ন এলাকায়।

আহত সিপিআইএম কর্মী জব্বর শেখের পরিবারের অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যের পর নামাজ সেরে বাড়ি ফেরার পথে ওই সব তৃণমূল কর্মীরা তাকে মারধর করে, এরপর আহত ওই সিপিআইএম কর্মীকে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করার পাশাপাশি চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে গোটা ঘটনার বিষয়ে জানানো হয়।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।