মহার্ঘভাতার দাবিতে আন্দোলনে তৃণমূল সমর্থিত কর্মচারী সংগঠনের আক্রমণের অভিযোগ

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

বামপন্থী কর্মচারী সংগঠন কো অর্ডিনেশন কমিটির মিছিলে আক্রমণের অভিযোগ তৃণমূল সমর্থিত রাজ্য কর্মচারী ফেডারেশনের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এমনকি তৃণমূল সংরক্ষিত কর্মচারী ফেডারেশনের নেতৃত্বকে লাথি মারতেও দেখা গেল বিরোধী কর্মচারী সংগঠনের সদস্যদের। পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দফতর প্রাঙ্গণের এই ঘটনায় নিন্দার ঝড় ওঠেছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে।

কর্মচারী ফেডারেশনের নেতা সুব্রত সরকারের ভূমিকায় নিন্দা শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলির। বাম কর্মচারী সংগঠনের নেতৃত্বের অভিযোগ জেলাশাসক দফতর প্রাঙ্গণে তাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে হামলা চালায় তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতা কর্মী সমর্থকরা। যদিও বাম কর্মচারী সংগঠনের অভিযোগ মানতে নারাজ তৃণমূল সমর্থিত কর্মচারী ফেডারেশন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।