এনএফবি,আলিপুরদুয়ারঃ
প্রায় প্রতি রাতে হাতির আনাগোনায় অতিষ্ঠ হয়ে উঠেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের শ্রমিক মহল্লার বাসিন্দারা। গত পনেরো দিনে হাতির হানায় ধুলিস্যাৎ হয়েছে কমপক্ষে বারোটি বাড়ি।এর আগে জীবনহানির ঘটনাও ঘটেছে। শুক্রবার শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্যদের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা সৌরভ চক্রবর্তী তাসাটি চা বাগানের পানু লাইনের শ্রমিক মহল্লা পরিদর্শনে আসেন।ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারের সঙ্গে সময় নিয়ে কথা বলেন। শোনেন তাঁদের অভাব অভিযেগের কথা।অচিরেই হাতির হানা রুখতে স্থায়ী সমাধানের আশ্বাসও দেন তিনি।দরকারে রাজ্যের বনমন্ত্রীর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলে জানান সৌরভ চক্রবর্তী।