কংগ্রেসকে শেষ করছে তৃণমূল

এনএফবি, মুর্শিদাবাদঃ

“গোয়ার হাটে দিদি টাকা নিয়ে বসে আছে এমএলএ নেতা খরিদ করার জন্য” সোমবার এই ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন অধীর চৌধুরী। তিনি বলেন, “গোয়ায় মোট ভোটার ১১ লক্ষ। তৃণমূল টাকার বান্ডিল নিয়ে মেঘালয় যাচ্ছে, গোয়ায় যাচ্ছে কংগ্রেসকে খতম করতে। একবার কিনছে তাকে আর ধরে রাখতে পারছে না, সে আবার চলে যাচ্ছে। তৃণমূল বাংলায় যা করেছে, গোয়ায় তাই করছে, মেঘালয়ে তাই করছে।” রাজ্যের লক্ষীর ভাণ্ডার প্রসঙ্গ উসকিয়ে তিনি বলেন, “দিদি বাংলার মহিলাদের ৫০০ আর ১০০০ হাজার টাকা করে দেবে। গোয়ার মহিলাদের ভোটের আগেই ৫ হাজার টাকা করে দেওয়ার কথা বলছেন। গোয়ার মানুষকে খরিদ করার জন্য দিদি ময়দানে নামছে। এখনে আপের সঙ্গে বাপ আর বাপের সঙ্গে আপ। গোয়াতে কংগ্রেস লড়ছে তা আমরা জানি। কে কোথায় যাচ্ছে না যাচ্ছে এই নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই, আমরা আমাদের মতো লড়ব।”

[:en] [:]