এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
তপন থানার কাঁদমা এলাকায় তৃণমূল নেতার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই তৃণমূল নেতার নাম আদেশ বর্মন (৫৫)। রবিবার রাতে তার বাড়ির থেকে কিছুটা দূরে পাট ক্ষেত থেকে তার মৃতদেহটি উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই ব্যক্তি তৃণমূলের বুথ সহ সভাপতি। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে শনিবার তপন থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। তপন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠান। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ বলে জানা যায়।