নওদায় দুষ্কৃতী হানায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর মৃত্যু

এনএফবি, মুর্শিদাবাদঃ

তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ও গুলি। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহত তৃণমূল নেতা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বলেই জানা গিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার নওদা থানার শিবনগর টিয়াকাটা এলাকায় ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ও গুলি মারে দুষ্কৃতীরা বলে অভিযোগ। আহত তৃণমূল নেতা নদীয়া জেলার নারায়ণপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মতিরুল শেখ। হাসপাতাল তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করেছে। গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা বলে জানা গেছে।

মৃত মতিরুল নদীয়া জেলার করিমপুরের আজরামপুর এলাকার বাসিন্দা ছিলেন। নওদায় বিএড কলেজে তার ছেলের সাথে দেখা করতে এসেছিলেন এবং ফিরে যাওয়ার পথে টিয়াকাটা ফেরি ঘাটের কাছেই হামলা চালানো হয়। পাঁচ রাউন্ড গুলি ও বোমার শব্দে ভর সন্ধ্যেবেলায় এলাকা কেঁপে ওঠে।মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে নদীয়া থেকে তার আত্মীয়-স্বজন এরাও এসে পৌঁছেছে মেডিকেল কলেজে একটি উত্তেজনাপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়।