জেলাফিচার

[:en]বিএসএফের বিরুদ্ধে আইনের দ্বারস্থ তৃণমূল[:]

[:en]

এনএফবি, কোচবিহারঃ

শীতলকুচির সিদাই এলাকার জেলাল হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। সেই অভিযোগকে হাতিয়ার করে বিএসএফের এই কার্যকলাপের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আইনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। এদিন একথা সাংবাদিক বৈঠক করে জানান তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতীম রায়।

তার অভিযোগ, কেন বার বার বিএসএফের বিরুদ্ধে অভিযোগ উঠছে সাধারণ মানুষকে কোথাও গুলি করে খুন আবার কোথাও পিটিয়ে খুন করা হচ্ছে। তাতে বিএসএফ তার সামাজিক অধিকার বা মানবাধিকার লংঘন করছে। এলাকার রাজবংশী মানুষকে বেছে বেছে টার্গেট করছে। অনেকে বলছেন চোরাচালানকারী তাদের বিরুদ্ধে বিএসএফ ঠিক ব্যবস্থা গ্রহণ করছে। আমরা বলি চোরাচালানকারি হলে যে তাদের পিটিয়ে মারতে হবে বিএসএফকে এই অধিকারকে দিয়েছে। তাই তারা বারবার মানবাধিকার লংঘন করে চলেছে। তাই তাদের কার্যকলাপের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে দলীয় ভাবে আইনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস।

[:]