রাজ্য

দলীয় নিয়মানুশাসনে জোর তৃণমূল সুপ্রিমোর

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

বুধবার মেদিনীপুরে কলেজ মাঠে পঞ্চায়েত বিকাশ ও পুরসভার উন্নয়নে গতি আনতে বুথ স্তরের কর্মীদের মহা সম্মেলনে এসে দলীয় নেতাদের কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘‘এখন থেকে আর ‘আমি’ ‘আমি’ করে দলে নেতৃত্ব চলবে না। আমি নয়, আমরা হয়ে চলতে হবে। দলে কেউ কেউকেটা নয়। ঘ্যাচাং ফু হবে। এক সেকেন্ডে কেটে দেব।’’
কিছু নেতাদের তিনি কঠোর বার্তাও দেন। জানান, নিয়ম মেনে চললে তৃণমূল করা যাবে। নাহলে ঘরে বসে যান। পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতা অজিত মাইতিকে সমন্বয় সাধনের কথা বলেন তৃণমূল নেত্রী। তাঁর সাফ কথা, নতুন কমিটি না হওয়া পর্যন্ত পুরানো কমিটিদের নিয়ে কথা বলে কাজ করতে হবে। মহিলাদের অগ্রাধিকার দিতেও বলেন তিনি।
এর আগে পশ্চিম মেদিনীপুরে দলের সংগঠন কিছুটা দুর্বল হয়ে পড়লেও গত বিধানসভা নির্বাচন তৃণমূলকে অনেকটা অক্সিজেন জুগিয়েছে। তাই পশ্চিম মেদিনীপুরে দলের সাংগঠনিক দিক নিজে থেকেই নজরে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণেই তৃণমূল নেত্রী আবারও ৯ আগষ্ট পশ্চিম মেদিনীপুর সফরে আসবেন বলে এদিন জানিয়ে দেন।