জেলা

ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর গ্রামের শেখ গোলাম মইনুদ্দিনের বাড়ি যাওয়ায় পিডব্লুউ’র রাস্তায় গড়ে ওঠে তৃণমূল শ্রমিক সংগঠনের অফিস। এবং তার সামনে প্রাচীর থাকায় কলকাতা হাইকোর্টের দারস্থ হয় গোলাম মইনুদ্দিন। এরপর হাইকোর্ট রায় দেয় গোলাম মইনুদ্দিনের বাড়ি যাতায়াতের রাস্তা বের করে দেওয়ার জন‍্য তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস, সরকারি জায়গায় অবৈধ নির্মাণ ভেঙ্গে দেওয়ার। নির্দেশ আসে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং পাঁশকুড়ার আই সি কে। কিন্তু রবিবার প্রশাসনের তৎপরতায় ভাঙতে এলে তারা বিক্ষোভের মুখে পড়ে। ওইদিন শুধুমাত্র দলীয় অফিসের সামনে থাকা একটি দেওয়াল ও একটি পান দোকানের গুমটি ভেঙে তারা চলে যান। এরপর পুনরায় মামলাকারি গোলাম মইনুদ্দিন হাইকোর্টের দ্বারস্থ হন।

নিজস্ব চিত্র

ফলত, মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে দলীয় অফিস ভাঙা হয়। যদিও হাইকোর্টে অভিযোগকারী গোলাম মইনুদ্দিন জানান, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সেজন্যই সে বাধ্য হয়ে বাড়ি থেকে অন্যত্র আশ্রয় নিয়েছে। যদিও এই প্রসঙ্গে পিডব্লুডি অফিসার অমিত কুমার মাইতি বলেন,”সেদিন একটা এলিগেশন ছিল। পুলিশ ফোর্স কম ছিলো। সে দিন আটকাতে পারিনি। আজকে যথেষ্ট পুলিশ ফোর্স দিয়েছে, আমরা ভাঙার কাজ শান্তিপূর্ণ ভাবেই করেছি।”