এনএফবি মুর্শিদাবাদ
রানিতলায় ট্রান্সফর্মারের উপরে উল্টে গেল বালি ভর্তি ডাম্পার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রানিতলা থানার হোসনাবাদ পূর্বপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, রাস্তায় দিয়ে যাচ্ছিল বালি বোঝায় ডাম্পার ট্রাক। সে সময় অপর দিক থেকে আসা একটি চার চাকার ডিম ভর্তি ছোট গাড়িকে পাস দেবার জন্য রাস্তার পাশে নয়ানজুলির ধার ঘেঁষে দাঁড়ালে ডাম্পার ট্রাকটি ট্রান্সফর্মার পোলের উপর পড়ে যায় । বিদ্যুতের ট্রান্সফর্মার ভেঙ্গে নয়ানজুলিতে উল্টে যায় ট্রাকটি। ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানার পুলিশ। বিদ্যুতের ট্রান্সফর্মার ভেঙে যাওয়ায় ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে ট্রাকের চালককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে পার্শ্ববর্তী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়।গ্রামবাসীদের দাবী দ্রুত যেনো গ্রামে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়।