স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ
ডেনমার্ককে ০-০ রুখে চমক দিল তিউনিসিয়া। ইউরো সেমিফাইনালিস্টদের বিরুদ্ধে একাধিক দর্শনীয় সেভ করে বিশেষজ্ঞদের প্রশংসা কুড়োলেন তিউনিসিয়ার গোলরক্ষক আইমেন দাহমেন।
ইউরো কাপের অসুস্থতার পর বিশ্বকাপের আসরে স্বমেজাজে দেখা গিয়েছে ড্যানিশ অধিনায়ক ক্রিশ্চিয়ান এরিকসেনকেও।