জেলা

বাকবিতন্ডায় একে অপরকে গুলি, জলঙ্গিতে মৃত ২ বিএসএফ জওয়ান

এনএফবি, মুর্শিদাবাদঃ

১১৭ নম্বর ব্যাটালিয়নের কাকমারি ক্যাম্পে দুই বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হলো। জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গির ১১৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের কাকমারি ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই বিএসএফ জওয়ানের। তারা হল জনসন থাপা(৪৫), এস কি শেখর (৪৪)।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই দুই বিএসএফ জওয়ান কোনো কারণবশত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং যার ফলে একে অপরকে গুলি মারে আর গুলি মারার ফলে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই দুই বিএসএফ জওয়ানের। বিএসএফ ক্যাম্পের ভিতরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় কাকমারি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। এবং কি কারণে ওই বিএসএফ জওয়ানরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে সেটিও এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি । দুই জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর ৷

সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ এবং জানার চেষ্টা করছে কি কারণে এমন ঘটনা ঘটল।