দুটি সোনার দোকানে চুরি, চাঞ্চল্য পুন্ডিবাড়িতে

এনএফবি, কোচবিহারঃ

পুন্ডিবাড়ি বাজার চত্বরে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।

সকাল বেলা দোকানের মালিক কমল রায় ও প্রদীপ দাসকে এলাকার বাসিন্দারা জানায় তাদের দোকানের শাটার ভাঙা এরপরই তারা দোকানে এসে দেখেন দোকানের মালপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দোকানের মালিক কমল রায় জানায়, দোকানে এসে দেখি শাটার ভাঙ্গা, সিন্দুক ভাঙ্গা। দুই থেকে আড়াই লক্ষ টাকার মালপত্র দোকান থেকে চুরি হয়েছে।

অপর মালিক প্রদীপ দাস জানান, দোকানে ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্যাশ ছিল এবং সেই সাথে কিছু সোনার জিনিসপত্র বিশেষ করে ৫ থেকে ১০ কেজি রুপো ছিল। এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই খারাপ প্রশাসনের কাছে আবেদন করব যাতে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা হয়। আজকের এই ঘটনার তদন্ত ভালো মতো করা হয়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।