ডোমকলে ভস্মীভূত দুটি বাড়ি
এনএফবি, মুর্শিদাবাদঃ
বিধ্বংসী আগুনে পুড়লো পরপর দুটি বাড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ডোমকল থানার অন্তর্গত মেহেদীপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটকাঠির পালা থেকে আগুন লাগে আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।রাশেদা খাতুন ও কুলশন বেওয়া নামে মহিলা বাস করতো ওই বাড়িতে দুই বাড়িতে। এ দিন চিকিৎসার প্রয়োজনে তারা ডোমকল বাজারে যায়। বাড়িতে তালা বন্ধ ছিল ঠিক সেই সময় পাশের একটি পাটকাঠির পালাতে আগুন লাগে। যদিও কিভাবে আগুন লাগে তা কারোরই জানা নেই। সেই পাটকাঠির পালা থেকেই আগুন ছড়িয়ে পড়ে ওই দুই বাড়িতে। তারপরে পুড়ে ছাই হয়ে যায় পর পর দুটি বাড়ি।

ঘটনার খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে আসে একটি দমকলের ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়রা জানান ওই ক্ষতিগ্রস্ত দুই বাড়ির মালিক অত্যন্ত দুঃস্থ এবং গরীব। তারা এখন নিঃস্ব। মূলত সেই কারণেই সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন স্থানীয়রা।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।