জেলাফিচার

ধর্মঘটের জেরে অফিসে ঢুকতে না পেরে গাছ তলায় বসেই হাজিরা আধিকারিকের

এনএফবি, কোচবিহারঃ

সারা রাজ্যের সঙ্গে কোচবিহার জেলাতেও ২৪ ঘণ্টা ধর্মঘট শুরু হয়েছে। সকাল থেকেই ওই ধর্মঘট শুরু হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে সরকারি কর্মচারীদের শুক্রবার কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন। সেইসঙ্গে শোকজ করা হবে।
তারপরেই আজ সকালে থেকে ধর্মঘট শুরু হয়।

জানা গেছে, আজ সকালে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের করণে আসেন কর্মচারীরা। তারপর ১১টা নাগাদ অফিসে আসেন ডিআই ও এআই। তাদেরকে অফিসে ঢুকতে বাধা দেয় সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। তারা আন্দোলনকারীদের কে অনুরোধ করে যে ভিতরে ঢুকে কাজ করবে না, তারা বসে থাকবে। ওই আধিকারিকরা অফিসে ঢুকতে না পেরে পাশে গাছের ছায়ায় বসে যে সমস্ত কর্মীরা এসেছে তাদের সাদা খাতায় হাজিরা নিচ্ছেন তিনি।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।