অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার
এনএফবি, মুর্শিদাবাদঃ
অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে সোমবার সাতসকালে কান্দি থানার অন্তর্গত মহালন্দি গ্রামের তেতুলিয়ার মাঠে। খবর পেয়ে এ দিন সকালে পুলিশ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। পাশাপাশি সামগ্রিকভাবে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চলনোর পাশাপাশি ওই মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।