ফিচারশিক্ষা ও কেরিয়ার

শিক্ষক নিয়োগ মামলা ঘিরে নজিরবিহীন ঘটনা, প্রধান বিচারপতির দ্বারস্থ হাইকোর্টের বিচারপতি

এনএফবি ডেস্ক, কলকাতাঃ

শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা ঘিরে নজিরবিহীন ঘটনা। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সংবাদ সূত্রে এই খবর জানা গেছে, সম্প্রতি শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একাধিক রায়ের উপর ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের কারণেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন তিনি।
তাঁর অভিযোগ, কাদের সুবিধা পাইয়ে দিতে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে? স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের কয়েকটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেছিলেন সেখানে বড় কোন দুর্নীতি থাকতে পারে। কিন্তু ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। এরপর শিক্ষক নিয়োগ মামলায় এসএসসি-র তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব নিকেশ চেয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। সেই নির্দেশেও ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেয়। এই কারণেই ক্ষুব্ধ বিচারপতি।