নিয়মের জটে ষোল বছর ধরে অব্যবহৃত ব্রিজ! বাঁশের সাঁকো দিয়ে পারাপার
এনএফবি, মালদহঃ
ষোল বছর আগে ব্রিজ তৈরি হলেও তা এখনও চালু হয়নি৷ এতদিনেও নাকি অ্যাপ্রোচ রোড তৈরি করার জমি মেলেনি৷ ব্রিজ তৈরি নিয়ে রয়েছে দ্বিমত। আস্ত কংক্রিটের ব্রিজের নীচ দিয়ে বইছে বারোমাসিয়া নদীর জল৷ পাকাপোক্ত ব্রিজ থাকতেও মানুষ নদী পেরোচ্ছে বাঁশের সাঁকো দিয়ে৷

এলাকাবাসীর বক্তব্য, সেতু তৈরির উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সি৷ বামেদের দাবি, শৈলেন সরকারের উদ্যোগেই তৈরি হয়েছিল বারোমাসিয়ার উপর ঠুটিয়া ব্রিজ৷ যে আমলেই তৈরি হোক না কেন, ব্রিজের কোনও সুবিধেই পান না এলাকার মানুষ৷ চারবার বিধায়ক নির্বাচিত হয়েও সমর মুখোপাধ্যায় এ নিয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করেননি। তাই তাঁকে প্রকাশ্যে ‘চোর’ বলতেও ছাড়ছেন না ক্ষিপ্ত মানুষজন৷

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।